সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতন

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান রতন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সামগ্রিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান রতন সঙ্গে স্ত্রীসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তিনি নির্বাচন ও নির্বাচনে বিজয়ী হওয়ার পর মিশন-ভিশন সম্পর্কে আলোকপাত করেন সাংবাদিকদের সামনে। পরে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মো. কামরুজ্জামান রতন বলেন, “আমি নির্বাচন আচরণ বিধি মেনে প্রচারণা চালাবো। আমি কখনই সংঘাতের দিকে যাবো না। ধানের শীষ প্রতীক মানুষের সামনে তুলে ধরেই এগিয়ে যাব।”

সভায় আরো উপস্থিত ছিলেন; জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ, সহকারি পিপি অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, বিএনপি প্রার্থীর ছেলে আইমান ইবনে জামান, ছেলের বৌ মাহফুজা রহমান, জামাই মাহমুদুল হাসান ইমন, কন্যা লুবাবা ইবনে জামান, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর ফকির, ছাত্রদল নেতা অ্যাডভোকেট আল-আরাফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জামাল, জুলাই যোদ্ধা রাইসুল ইসলাম, জেলা জুলাই মঞ্চের আহবায়ক রায়হান রাব্বী’সহ অনেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *