পঞ্চগড়ে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পঞ্চগড় প্রতিনিধি :

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইনসান সাগরেদের সঞ্চালনায় এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোঃ সাইমুজ্জামান, পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। 

এছাড়াও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ এশিয়ান টেলিভিশন নতুন বাজার পত্রিকা পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ বাবুল হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

এতে বৈশাখী টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি এ রায়হান চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। 

পরে উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘ ২১ বছর ধরে বৈশাখী টেলিভিশন দেশ-বিদেশের খবর, বিনোদন ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সংস্কৃতিবান্ধব অনুষ্ঠান প্রচারে চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *