নলডাঙ্গায় পিপরুল গনগ্রন্থাগার এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাদান

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি।।

নাটোরের নলডাঙ্গায় পিপরুল গনগ্রন্থাগার এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাদান এর আয়োজন করেছেন গাক চক্ষু হাসপাতাল।

অদ্য ২৭শে ডিসেম্বর ২০২৫ইং রোজ শনিবার, পিপরুল বাবর ও দেছের আলী এবতেদায়ী মাদ্রাসায় সকাল ১০ ঘটিকায় শুরু হয়, বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবাদান।

গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত আমাদের সেবা চলমান। বিকাল ২ঘটিকার সময় এ পর্যন্ত ২২৯টি চক্ষু সেবা দিতে সক্ষম হয়েছেন। সেবা নিতা আসা রোগিরা জানিয়েছেন, বাড়ি কাছে এবং বিনা মূল্যে সুন্দর পরিবেশে সেবামুলক আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন পিপরুল গন-গ্রন্থাগার এর আয়োজনকে।

সেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফরিদ আহাম্মেদ ফরহাদ ( উপদেষ্টা -পিপরুল গন-গ্রন্থাগার)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *