গোপালগঞ্জের কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বড়দিন পালিত

নিজস্ব প্রতিনিধিঃ

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে গোপালগঞ্জে খ্রিস্টান ধর্মলম্বীদের সবচেয়ে বড় উৎসব “বড়দিন” পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন চার্চে প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয় বড়দিন। এই দিনটিকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে প্রার্থনা, আলোচনা সভা’সহ নানা আয়োজনের মধ্যদিয়ে বড়দিন পালন করা হয়।

এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিলো।

এ সময় কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চের পালক রেভারেন্ড পংকজ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সহ-সভাপতি মিস্টার উইলিয়াম ঢালী। বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেবনাথ, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানা অফিসার্স ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন, আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সহ-সভাপতি জেমস হেবল বাড়ৈ, চার্জের কোষাধাক্ষ অশোক বৈরাগী, পরিচালক মার্ক সিকদার,কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চে সম্পাদক জ্যাকব বৈদ্য সহ সম্পাদক ও জলিলপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইলিয়াকিম কুন্দার, চার্চ সেবক কমিটির সভাপতি মোহনলাল বৈরাগী, কলিগ্রাম ব্যাপ্টিষ্ট চার্চের সাবেক পালক প্রমঞ্জন বালা সহ এলাকার খ্রিস্টান ধর্মালম্বী শিশু যুবক, বৃদ্ধসহ অনেকে উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *