এ,কে,এম, খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় আধুনিক ডেন্টাল চিকিৎসা সেবার লক্ষ্যে ইউশা ডেন্টাল কেয়ার–এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নলডাঙ্গা পৌর বাজারস্থ ডাঃ ইয়াছিন আলী সুপার মার্কেটের ২য় তলায় ফিতা কেটে ইউশা ডেন্টাল কেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডেন্টাল কেয়ারে চিকিৎসা সেবা প্রদান করবেন ডাঃ রবিউল ইসলাম (বিডিএস), বিসিএস (স্বাস্থ্য), যিনি বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন। তিনি জানান, প্রতি শুক্রবার তিনি ইউশা ডেন্টাল কেয়ারে নিয়মিত রোগী দেখবেন।
এছাড়াও প্রতিষ্ঠানে একজন ডিপ্লোমা চিকিৎসক নিয়মিতভাবে ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানা প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সহ-সভাপতি হাসিব উদ্দিন, সহ-সভাপতি সত্যেন কুমার দাস,
সাধারন সম্পাদক এ,কে,এম,খোরশেদ আলম এলটু, যুগ্ন-সম্পাদক ইফতেকারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, অর্থ-সম্পাদক ফিরোজ মাহমুদ রবিন, দপ্তর সম্পাদক মজনুর রহমান এবং নলডাঙ্গা থানা প্রেসক্লাবের সদস্য মধু প্রাং প্রমুখ।

Leave a Reply