পঞ্চগড় ডিবি পুলিশ কর্তৃক চার হাজার আটশত পিচ ইয়া-বাসহ ১ জন মাদক কারবা-রিকে গ্রে-ফতার

 মোঃ বাবুল পঞ্চগড় প্রতিনিধি  :

পঞ্চগড় জেলা পুলিশ সুপার  মোঃ রবিউল ইসলাম  নির্দেশে পঞ্চগড় জেলা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার ও চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিরস্ত্র) মোঃ আবু হোসেন এর নেতৃত্বে একটি চৌকস  টিম ২৪/১২/২০২৫ তারিখ বিকাল ১৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, একজন মাদক কারবারি এস.এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা মাদকের চালান পঞ্চগড় পৌরসভাস্থ ইসলামবাগ এস.এ কুরিয়ার সার্ভিস কার্যালয় হতে রিসিভ করবে। উক্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, পঞ্চগড়  নির্দেশনায় তাৎক্ষনিক ডিবি পুলিশের একটি চৌকস টিম এস.এ কুরিয়ার সার্ভিসের আশেপাশে গোপনে অবস্থান নেয়। গোয়েন্দা তথ্য মোতাবেক পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আবুল কালাম (৪৫) পিতা-মোঃ আবুল হাতেম সাং-সেনপাড়া, আরাজি, গাইঘাটা, থানা-বোদা জেলা-পঞ্চগড় কৌশলে একটি সাদা ব্যাগসহ কুরিয়ার সার্ভিসের কার্যালয় হতে পায়ে হেঁটে বের হলে ডিবি পুলিশের টিম তাকে হেফাজতে নেয়। ডিবি পুলিশ উক্ত মাদক কারবারির সাথে থাকা সাদা ব্যাগটি ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সম্মুখে তল্লাশি করে ব্যাগটিতে থাকা খাকি রংয়ের কাগজের তৈরি একটি কার্টুন উদ্ধার করে। উক্ত কার্টুনটি খুলে বিশেষ কায়দায় সাদা রংয়ের সিলিকন রাবারের প্যাকেটে কসটেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেটে মোট ৩০টি নীল রং এর ছোট পলিথিনের প্যাকেটে সর্বমোট-৪৮০০ (চার হাজার আটশত) পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার অবৈধ বাজার মূল্য মোট-১৯,২০,০০০ (ঊনিশ লক্ষ বিশ হাজার) টাকা।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রকাশ থাকে যে, ধৃত মাদক কারবারির বিরুদ্ধে ০২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শইমী ইমতিয়াজ,  ডিআইও-১,সহ গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্স।

পঞ্চগড় জেলা পুলিশ মাদক নির্মূলে সর্বদা সচেষ্ট রয়েছে এবং সামনে আরো এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। জেলা পুলিশ পঞ্চগড় মাদক সেবন ও এর বিস্তাররোধে এবং মাদক কারবারী বন্ধে বদ্ধপরিকর। পঞ্চগড় জেলা পুলিশ কে মাদক সহ অন্যান্য অপরাধ সংক্রান্তে তথ্য দিয়ে সহায়তা করুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *