নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গাঁজার গাছসহ আমিনুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। মঙ্গলবার (গতকাল) উপজেলার বলদিয়া ইউনিয়নের উরিবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম উরিবুনিয়া ৮ নম্বর ওয়ার্ডের মো. কবির বেপারির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আমিনুল ইসলামের নার্সারি থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার গাছসহ তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নেছারাবাদ থানার সাব-ইন্সপেক্টর আল আমিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আনোয়ার হোসেন
নেছারাবাদ সংবাদদাতা,পিরোজপুর।

Leave a Reply