এমআরইউ’র নতুন নেতৃত্বে শাহরিয়ার নাঈম সভাপতি, মিসবাহ উদ্দিন সাধারণ সম্পাদক

সুমন খান:

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মিসবাহ উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।সোমবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। পরে রাত ৮টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণাকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য।সভাপতি পদে দৈনিক যায়যায়দিন-এর প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম মোট ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন ১৭ ভোট। নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় শাহরিয়ার নাঈম বলেন, “মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটিকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠনে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।সাধারণ সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষ-এর প্রতিবেদক মোঃ মিসবাহ উদ্দিন ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি বলেন,মাল্টিমিডিয়াসাংবাদিকদের অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।নির্বাচনে সহ-সভাপতি পদে ১নং সহ-সভাপতি হিসেবে জাকির ইসলাম এবং ২নং সহ-সভাপতি হিসেবে ইসলাম উদ্দিন তালুকদার নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম রাতুল এবং অর্থ সম্পাদক পদে জান্নাতুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ খোকা, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত এবং তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সৈয়দ মাহবুব নির্বাচিত হয়েছেন।ক্রীড়া সম্পাদক পদে শাহিনুল নুর এবং সাংস্কৃতিক সম্পাদক পদে আরাফাত হোসেন হিমেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় আহমেদ এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোলায়মান সুমন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *