মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধায় পালিত হলো’ আমরা সত্যের অংশীদার’ শ্লোগান সম্বিলিত নিয়মিত পত্রিকা সাপ্তাহিক পলাশবাড়ী’র ১৫ তম জন্মদিন। ১৫ তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কর্তন, প্রার্থনা ও দোয়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক উত্তম কর্মকারের সভাপতিত্বে কেক কর্তন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শামিমুল হক শাহীন, সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন আকন্দ, সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক হারুন উর- রশিদ বাদল, সাপ্তাহিক গাইবান্ধার বুক এর সম্পাদক সামছুজোহা, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন কাশেম, শামীম রেজা, বিমল চন্দ্র, জাহিদ হোসেন জিমু, কার্তিক চন্দ্র, ময়নুল ইসলাম, আতিকুর রহমান, জাকিরুল ইসলাম, আব্দুল হাই, ইসমাইল হোসেন সিরাজি, লিটন মিয়া লাকু, দিশা আক্তার, খাইরুল ইসলাম, এস এস মিঠু, আনোয়ার হোসেন মাসুদসহ উৎপল কর্মকার প্রমুখ।

Leave a Reply