এম এ আলিম রিপন : গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষ প্রকল্পের আওতায় উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন, কৃষি অধিদপ্তর, পরিবেশ অধিকারও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাথে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।পাবনা প্রতিশ্রুতির বাস্তবায়নে, ইফাদ ও ডেনমার্ক এম্বাসির অর্থায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপ পরিচালকের কার্যালয়ে এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।পাবনা প্রতিশ্রুতির সভাপতি আব্দুল মতীন খানের সভাপতিত্বে ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার অতিরিক্ত উপ পরিচালক (শস্য) কৃষিবিদ রাফিউল ইসলাম ।এর আগে গোল টেবিল বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন পাবনা প্রতিশ্রুতির পরিচালক ও ফোকাল পার্সন ( আর এম টি পি) মোঃ মনির হোসেন ।বৈঠকে সুজানগর ও সঁাথিয়া উপজেলার কৃষক-কৃষাণীসহ বিভিন্ন পর্যায়ের ৫০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।
এম এ আলিম রিপন।।

Leave a Reply