এম এ আলিম রিপন,সুজানগরঃ আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৯পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের নিকট থেকে পাবনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার সাগর আহমেদ, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল গনি ফকির, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, আজকের দিনটি আমার জন্য একটি পবিত্র দিন। এই নির্বাচনী ট্রেনের প্রথম পদক্ষেপ হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম শুরু হলো। ধানের শীষ প্রতীকে মনোনয়ন তুলতে পেরে আমি গর্বিত। তিনি আরও বলেন, এই আসনে অন্যান্য দল কিংবা স্বতন্ত্র প্রার্থী থাকতেই পারে, এতে কোনো সমস্যা নেই। এটি প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাবনা-২ নির্বাচনী এলাকার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ধানের শীষ ছাড়া অন্য কাউকে বেছে নেওয়ার সম্ভাবনা খুবই কম। ভোটের বিষয়ে তিনি বলেন, মানুষের ভোটের প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই হয়তো মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেটি স্বাভাবিক। তবে দলের হাইকমান্ড বিচার-বিশ্লেষণ ও তদন্ত করে একজনকেই মনোনয়ন দিয়েছে। এখন সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চঁাদাবাজি নির্মূলে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুর রহমান সমেজ, সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল, বেড়া সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, বেড়া উপজেলা বিএনপি নেতা কিরণ মির্জা,সুজানগর উপজেলা বিএনপি নেতা ডাঃ আব্দুস সালাম, আব্দুল হাই,হাবিবুর রহমান মাস্টার, আব্দুস সালাম মোল্লা, হারুন মন্ডল,উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মান্নান মোল্লা, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা তঁাতীদল নেতা আসাদুজ্জামান রোকন, বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক রাজ্জাক ফকির,বেড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নুর শরীফ,সদস্য সচিব মেহেদী মান্নান, সুজানগর পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান,পাবনা জেলা ছাত্রদলের সহ সভাপতি শাকিবুল ইসলাম সনি, সুজানগর উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম ও শেখ রুবেলসহ সুজানগর ও বেড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Leave a Reply