চিলাহাটি ওয়েব ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকীতে গোলাম মোস্তফা রাঙ্গাকে সম্মাননা

স্টাফ রিপোর্টার : চিলাহাটি ওয়েব ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির শুরু লগ্ন থেকে নিরলসভাবে সম্পৃক্ত থাকার স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মোস্তফা রাঙ্গাকে সম্মাননা স্মারক ও পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে চিলাহাটি ওয়েব ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি তরিকুল আহসান ডাবলু, অনলাইনটির প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ও প্রকাশক আপেল বসুনীয়া তাঁর হাতে এ সম্মাননা স্মারক ও আইডি কার্ড তুলে দেন।

চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক ও প্রকাশক আপেল বসুনীয়া বলেন, চিলাহাটি ওয়েব ডটকমের অগ্রযাত্রায় মাঠপর্যায়ের সংবাদকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকেই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসা গোলাম মোস্তফা রাঙ্গা পত্রিকাটির সুনাম অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, গোলাম মোস্তফা রাঙ্গা ২০১২ সাল থেকে চিলাহাটি ওয়েব ডটকমের সঙ্গে যুক্ত থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ, জনস্বার্থসংশ্লিষ্ট ও উন্নয়নমূলক সংবাদ নিয়মিতভাবে পাঠিয়ে আসছেন। তাঁর দীর্ঘদিনের এই অবদান ও সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই প্রতিষ্ঠাবার্ষিকীর এ বিশেষ আয়োজনে তাঁকে সম্মানিত করা হয়।

এ সময় চিলাহাটি ওয়েব ডটকমের আরও কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাঁরা গোলাম মোস্তফা রাঙ্গার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *