শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব ধর্মাবলম্বীরা নিরাপদে ধর্মীয় কার্যক্রম করতে পারে- গৌরীপুরে সোমনাথ সাহা।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সোমনাথ সাহা বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সনাতন সম্প্রদায় কোনও দুশ্চিন্তা ছাড়া নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শারদীয় দুর্গোৎসব পালন করছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মাবলম্বীরা নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারেন।’

বুধবার (৫অক্টোবর) বিকালে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে গৌরীপুর আর.কে. স্কুল সংলগ্ন সাগর দিঘিতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি ঘাটে থেকে বিসর্জন কার্যাদি সুষ্ঠুভাবে করার লক্ষ্যে বিসর্জন সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলের সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় ও সুসংহত করবে। কোন অশুভ শক্তি যেন এই সম্প্রীতি ও সৌহার্দ্যকে ধ্বংস করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সহযোগীতায় ও গৌরীপুর উপজেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ তদারকিতে আয়োজিত বিসর্জন অনুষ্ঠানে সকলের সাথে বিজয়াদশমীর শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ শাহা।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মে ধর্মে বৈষম্য করার কোন সুযোগ নেই, বরং নিশ্চিত করার চেষ্টা করছে যেন কোন বৈষম্য না থাকে। অতএব আমরা সবাই মিলে উৎসব পালন করছি এবং করবো। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *