মুকসুদপুরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মুকসুদপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নূরু আমীন ও মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান জেলায় যোগদানের পর নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সাথে নিয়ে জেলার আওতাধীন অন্যান্য উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *