হেলাল শেখঃ তিতাস গ্যাসের অবৈধ সংযোগের অভিযোগের ভিত্তিতে দুদক গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করেছেন। এমন অভিযান আশুলিয়াতে জরুরী দরকার বলে মনে করছেন সচেতন মহল। এই অভিযানে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গত রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ইং) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন গাজীপুর অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা গাজীপুর শহরের একাধিক স্থানে এ অভিযান পরিচালনা করছেন।
দুদক জানায়, গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আবাসিক ও বাণিজ্যিক ভবনে অনুমোদনবিহীন গ্যাস সংযোগের সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর প্রায় শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
দুদক জানিয়েছেন, এই অভিযানের মাধ্যমে সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

Leave a Reply