চারঘাটে জমিজমা বি-রোধে প্র-তিপক্ষের ছু-রিকাঘাতে এক ব্যাক্তি খু-ন-আ-টক ১

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিশু আলী (২৮) নামের এক ব্যাক্তি খুন হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৫ টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে হত্যা কান্ডের এ ঘটনা ঘটে। নিহত জিশু আলী ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে একই এলাকার রবিউল ইসলামের মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যা ৫ টার দিকে জালাল উদ্দিনের ছেলে বাবর আলী (৩০) এর সঙ্গে রবিউল ইসলামের ছেলে জিশু আলীর তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বাবর আলী ছুরি বের করে উপর্যপরি ছুরিকাঘাত করতে থাকে জিশুকে। এতে জিশু আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় জিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জিশু মারা যান।

এ দিকে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে বাবর আলী পালিয়ে এক বাড়ীতে আত্মগোপন করে ছিল। পরে পুলিশ গোপন সংবাদে নিশ্চিত হয়ে ওই বাড়ী ঘেরাও করে বাবর আলীকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে জমি নিয়ে মামলা ও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে হত্যা কান্ডের এ ঘটনা ঘটে।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ব্যাক্তি বাবর আলীকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *