নেছারাবাদে প্রভুভক্ত কুকুরের কারণে মোটরসাইকেল চু-রির চেষ্টা ব্য-র্থ

আনোয়ার হোসেন
নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি৷

পিরোজপুরের নেছারাবাদে প্রভুভক্ত কুকুরের কারণে মোটরসাইকেল চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। কুকুরটি চোরের আঘাতে আহত হয়ে দুদিন ধরে খাওয়া বন্ধ করে কষ্টে কাতরাচ্ছে। আহত কুকুরটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌরসভার ৯নং ওয়ার্ডের মাগুরা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মোসাঃ সুমাইয়া আক্তার নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে সুমাইয়া আক্তার উল্লেখ করেন, বিবাদীরা তার চাচাতো দেবর। তাদের মধ্যে শাওন নামের একজন ব্যক্তি চোর, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী প্রকৃতির মানুষ। শাওনের নামে পূর্বেও নানা অভিযোগ রয়েছে।

অভিযোগে তিনি আরও জানান, তার স্বামী ঢাকায় কর্মরত থাকায় তিনি ছোট দুই সন্তান ও অসুস্থ শ্বশুর-শাশুড়িকে নিয়ে বাড়িতে থাকেন। প্রায়ই শাওন বাড়িতে এলে ঘরের মালামাল চুরি হয়ে যায়। এক সপ্তাহ আগে তার ঘরের সামনে রাখা রড ও বিদ্যুতের তার চুরি হয়ে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়। বিষয়টি শাওনের ভাই সাগরকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এরপর গত শনিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে, ঘুমন্ত অবস্থায় হঠাৎ বাড়ির কুকুরের চিৎকারে সুমাইয়া আক্তারের ঘুম ভেঙে যায়। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শাওন তাদের মোটরসাইকেল চুরির চেষ্টা করছে। বাধা দিতে গেলে শাওন কুকুরটিকে লাঠি ও ইট ছুড়ে মারার চেষ্টা করে, এতে মোটরসাইকেলের ইন্ডিকেটর লাইট ভেঙে যায়। কুকুরের প্রতিরোধের কারণে শেষ পর্যন্ত শাওন ব্যর্থ হয়ে পালিয়ে যায়।

ঘটনার পরের দিন রবিবার সকালে শাওন ও তার ভাই সাগর বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও শাশুড়িকে মারধরের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয় মিস্ত্রীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সুমাইয়া আক্তার বলেন, “বিবাদীরা আমাদের নিয়মিত ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন জানান,“আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *