সাব্বির হোসেন, বানারীপাড়া//
বরিশালের বানারীপাড়ায় জাতীয় স্মৃতি সৌধের আদলে উপজেলা পরিষদ চত্বরে একটি স্মৃতিসৌধ নির্মাণ কাজ চলছে। উপজেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিকে ধরে রাখতে স্থায়ীভাবে সেখানে দৃষ্টিনন্দন আঞ্চলিক স্মৃতিসৌধ নির্মাণ করছে বানারীপাড়া উপজেলা প্রশাসন।
এ স্মৃতি সৌধের মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বীর সেনাদের সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বানারীপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অক্টোবরের মাঝামাঝি উপজেলা পরিষদ চত্বরে জাতীয় স্মৃতিসৌধের আদলে ক্ষুদ্র একটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান জানান,
স্মৃতিসৌধটি নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আবেগ ধরে রাখতে পারছে না দেশের বীর সন্তানরা। বীর মুক্তিযোদ্ধারের স্বাধিকার আন্দোলনকে স্মরণে রাখতে ও ঐতিহাসিক দিনগুলো স্মরণ করে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের আদলে উপজেলা পরিষদ চত্বরে অনুরূপ ক্ষুদ্র একটি স্মৃতিসৌধ নির্মাণ করছি।
প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নির্মাণে কাজের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা।
মোঃ সাব্বির হোসেন ।।

Leave a Reply