আজ মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃ-ত্যুবার্ষিকী পালন

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম বান্দরবানের থানচি উপজেলায় জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও পার্বত্য চট্টগ্রামের স্বনামধন্য মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জনসংহতি সমিতির উদ্যোগে, বলিপাড়া এলাকাবাসী আয়োজনে মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা ৪২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কর্মসূচির  হিসেবে স্মরণ সভার পালন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সাঙ্গু সেতু সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। পরে উপজেলার বলিপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মরণে আলোচনা সভা করা হয়।
মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মরণ করে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সভায় বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন, আদর্শ ও পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের সংগ্রামের কথা তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যং পাড়া কারবারি মংঞোচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুথাং পাড়া কারবারি এওয়াং খুমী, ইমারাং ত্রিপুরা, বলিপাড়া কারবারি মংবাথোয়াই মারমা, জনসংহতি সমিতির বলিপাড়া ইউনিয়ন কমিটি সাধারণ সম্পাদক শান্তি চাকমা ও উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সিংওয়াইমং মারমা প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন, জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক অলিন্দ্র ত্রিপুরা। এছাড়া জনসংহতি সমিতির, এলাকার জনসাধারণ সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তিনি জীবন দিয়ে প্রমাণ করেছেন যে জাতিসত্তা ও স্বায়ত্তশাসনের প্রশ্নে আপস করা যায় না। তাঁর রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও দূরদর্শিতা আজও পাহাড়ি মানুষের আন্দোলনের প্রেরণার উৎস।
সভায় বক্তারা আরও বলেন, আজকের প্রজন্মকে মানবেন্দ্র নারায়ণ লারমার আদর্শ ধারণ করে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, সাম্য ও উন্নয়ন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রামের স্বার্থ রক্ষায় আপসহীন নেতা। তার দেখানো পথেই আজও পার্বত্য অঞ্চলের মানুষ ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
স্মরণ সভা শুরুতেই তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। কর্মসূচিতে জনসংহতি সমিতি, নারী সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *