বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে।
মৃত নারীর নাম আঁখি (৩৫)। তিনি ওই এলাকার মো. দেলোয়ার মিরার মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আঁখি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। ঘটনার দিন রাতে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার পর তিনি ঘরে বিশ্রাম নিতে গেলে পরে আর তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ঘরের ভেতর মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন,
> “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে থানায় মামলা নথিভুক্ত হয়েছে।
স্থানীয়রা জানান, আঁখি শান্ত স্বভাবের নারী ছিলেন, তবে মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করতেন। তার মৃত্যুতে পরিবার এবং আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply