টিকটকে নাচ নিয়ে বি-বাদ: স্ত্রীকে হ-ত্যার পর লা-শ গু-ম করার চেষ্টা

​নিজস্ব প্রতিবেদক-হেলাল শেখঃ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৫)
​বগুড়ায় টিকটকে নাচের ভিডিও আপলোড করাকে কেন্দ্র করে সৃষ্ট কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ টয়লেটের হাউজে (সেপটিক ট্যাংক) লুকিয়ে রাখার এক রোমহর্ষক ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিখোঁজের নাটক সাজিয়ে পার পাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি ঘাতক স্বামী মুকুল মিয়ার।

​ঘটনার বিবরণ,​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর (শনিবার) রাতে একটি বিয়ের অনুষ্ঠানে নিহতের নাচানাচি ও সেই ভিডিও টিকটকে প্রচার করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী মুকুল মিয়া (৩১) উত্তেজিত হয়ে স্ত্রী মারুফাকে (২৫) গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন।

​লাশ গুম ও নিখোঁজের নাটক
​হত্যাকাণ্ডের পর প্রমাণ লোপাটের জন্য ওই রাতেই মুকুল তার নিজ বাড়ির টয়লেটের হাউজে স্ত্রীর মরদেহ ফেলে দেন এবং হাউজের মুখ সিমেন্ট দিয়ে প্লাস্টার করে আটকে দেন। ঘটনা ধামাচাপা দিতে তিনি শ্বশুরবাড়ি ও আশপাশের মানুষকে জানান যে, মারুফা বাড়ি থেকে পালিয়ে গেছে। এমনকি নিজেকে নির্দোষ প্রমাণ করতে গত ১৫ ডিসেম্বর বগুড়া সদর থানায় স্ত্রীর নিখোঁজ সংবাদ জানিয়ে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন তিনি।

​যেভাবে ধরা পড়ল ঘাতক
​জিডির প্রেক্ষিতে সদর থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ছায়া তদন্ত শুরু করে। ডিবি বগুড়ার ওসি ইকবাল বাহার ও ইন্সপেক্টর মোঃ রাজু কামালের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) মুকুল মিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকুল স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির টয়লেটের হাউজ থেকে মারুফার মরদেহ উদ্ধার করা হয়।

​একনজরে অভিযুক্ত ও ভুক্তভোগী:
​গ্রেপ্তারকৃত: মোঃ মুকুল মিয়া (৩১), গ্রাম: নুড়ুইল মধ্যপাড়া, শেখেরকোলা ইউনিয়ন।
​নিহত: মোছাঃ মারুফা (২৫), গ্রাম: নন্দীপাড়া পীরগাছা, নারীপাড়া ইউনিয়ন। ​আইনি পদক্ষেপ
​বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *