ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে বেহাল রাস্তায় ধানগাছ রোপণ করে ব্যতিক্রমী প্র-তিবাদ

হেলাল শেখঃ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ভূমি রেজিস্ট্রি অফিসের ঠিক সামনের রাস্তার বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। জানা যায়, আশুলিয়ার জামগড়ায় এরকম বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই রাস্তার দুরবস্থা নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়েনি।

এ অবস্থায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন এলাকাবাসী। ভাঙা রাস্তার গর্তে ধানের চারা রোপণ করে তারা প্রতীকীভাবে দেখিয়ে দিয়েছেন-রাস্তাটি এখন যেন চলাচলের পথ নয়, চাষের জমিতে পরিণত হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “এটা আমাদের কৌতুক নয়, চরম হতাশা থেকে করা প্রতিবাদ। রাস্তা না থাকলে আমরা ধানই লাগাবো।” আরেকজন জানান, দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তার টেকসই সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করতে হবে। এখন দেখার বিষয়, এই ব্যতিক্রমী প্রতিবাদের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদৌ কার্যকর পদক্ষেপ নেয় কি না। গাজীপুর ও আশুলিয়ার এ বিষয়ে বক্তব্য দেয়ার লোকজনের অভাব নাই কিন্তু কাজ করার লোকজন পাওয়া যায় না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *