মুন্সিগঞ্জে টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে বি-প্লব ও সংহতি দিবস পালন

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি ও লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিপ্লব ও সংহতি দিবস। শনিবার (৯ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে মাওয়া চৌরাস্তা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও এলাকায় এসে পথসভা করে এবং পরে টঙ্গীবাড়ি নির্মাণাধীন শিশু পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। তিনি বলেন, “বিপ্লব ও সংহতি দিবস কেবল একটি ঐতিহাসিক স্মারক নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল ইসলাম, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সহ-সভাপতি আকতার হোসেন মোল্লা, এবং লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার।
এ সময় বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *