হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে কনসার্ট

এস আল আমিন।।

পটুয়াখালী প্রতিনিধি। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে দেশের সর্বস্তরে চলছে শোকের ছায়া। পটুয়াখালীতে ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামায়াত নেতা আন-নাহিয়ান কনসার্ট অনুমতি দেয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা।

শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদায়ের মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

এবিষয়ে প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম-কে বলেন– এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের জন্য প্রতি বছরের মতো এবারও এক মাস আগে প্রশাসনের অনুমতি নেয়া হয়েছিলো। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে সারাদেশে শোক নেমে আসে। সে জন্য কনসার্ট অনুষ্ঠানটি বন্ধ করার জন্য বলা হয়েছে। কিন্তুু ১৯ ডিসেম্বর বিকেলে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামায়াত নেতা আন-নাহিয়ান এর উপস্থিতি সেখানে ছিলো এবং তিনি অনুমতি দেয়ার পরে শিক্ষার্থীরা কনসার্ট করেছে। 

এ ব্যাপারে ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জামায়াত নেতা আন-নাহিয়ান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অল্প কিছু সময়ের জন্য অনুষ্ঠানের অনুমতি দিয়েছি। প্রধান শিক্ষক এর নিষেধাজ্ঞা ছিলো বলেও তিনি স্বীকার করেন। তিনি আরও বলেন, আসলে দেশের গানের জন্য কিছু সময় দেয়া হয়েছিলো কিন্তুু সেখানে অন্য গান পরিবেশন হবে এতো দীর্ঘসময় চলবে বুজতে পারিনি এটা আমার ভুল হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক ডা. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন- আজকের দিনে কনসার্ট আনন্দ উৎস অনুচিত। জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে তিনি ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও জুবিলী স্কুলের প্রধান শিক্ষককে অনুষ্ঠান বন্ধ করার জন্য বলা হয়েছে। 

সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, প্রশাসনিক অনুমতি আছে কিনা জানিনা, তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *