ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ছাত্র-জনতার ক্ষোভের আগুনে পুড়ছে একের পর এক রাজনৈতিক নেতার বাসভবন। ওসমান হাদীর অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঝিনাইদহ শহর। বিচার ও ক্ষোভের দাবিতে রাজপথে নেমে আসা হাজারো ছাত্র-জনতার বিক্ষোভে এখন রীতিমতো থমথমে অবস্থা বিরাজ করছে পুরো জেলায়।আন্দোলনকারীদের রুদ্রমূর্তিতে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রভাবশালী নেতাদের ব্যক্তিগত ও রাজনৈতিক কার্যালয়। উল্লেখযোগ্য হামলার শিকার ভবনগুলো হলো: জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি দাসের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বাসভবনও রক্ষা পায়নি।সেখানেও ক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়িতে হামলার খবর পাওয়া গেছে।শহর জুড়ে হাহাকার ও থমথমে পরিস্থিতি ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট এই উত্তেজনায় শহরের মোড়ে মোড়ে এখন ধ্বংসের চিহ্ন। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা আর ক্ষুব্ধ জনতার স্লোগানে কেঁপে উঠছে ঝিনাইদহের আকাশ। সাধারণ মানুষ আতঙ্কিত অবস্থায় ঘরের ভেতর অবস্থান করছেন।
বিক্ষোভরত ছাত্ররা বলেন,”আমরা বিচার চাই! এই মৃত্যুর দায় যারা নেবে না, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বর্তমান অবস্থা পুরো শহর এখন ছাত্র-জনতার দখলে। পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও উত্তপ্ত জনতাকে থামানো কঠিন হয়ে পড়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স।
আতিকুর রহমান
ঝিনাইদহ।।

Leave a Reply