ভারতের সাথে কূ-টনীতিক সম্পর্ক বি-চ্ছিন্নের দাবিতে নেছারাবাদে মশাল মিছিল ও পথসভা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের দাবিতে পিরোজপুরের নেছারাবাদে মশাল মিছিল ও পথসভা করেছে সাধারণ ছাত্র-জনতা।

শুক্রবার সন্ধ্যার পর উপজেলা সড়ক থেকে একটি মশাল মিছিল বের হয়ে স্বরূপকাঠি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেছারাবাদ থানার সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী একটি ফ্যাসিস্টমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আজ ছাত্র-জনতা নতুন বাংলাদেশের প্রত্যাশায় রাজপথে নেমেছে। তারা অভিযোগ করেন, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মদদ দিয়ে আসছে।

বক্তারা আরও দাবি করেন, ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের সঙ্গে জড়িত দোসররা বর্তমানে ভারতে অবস্থান করছে এবং শহীদ ওসমান হাদীর হত্যাকারীরাও সেখানে আশ্রয় নিয়েছে। এসব দোসর ও হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন রাখার দাবি জানান তারা।

পথসভা থেকে ঘোষণা দেওয়া হয়, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে।

আনোয়ার হোসেন

নেছারাবাদ সংবাদদাতা, পিরোজপুর ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *