জে এম শহীদুল সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ (একশত ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ জুয়েল মিয়া ও মোঃ আফরোজ মিয়া। মোঃ জুয়েল মিয়া সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন ধনপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ আফরোজ মিয়া সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মদনপুর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় ৭ টায় সুনামগঞ্জ সদর থানাধীন সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এর অন্তর্গত ইকবালনগরস্থ সুনামগঞ্জ-সিলেট রোড এর পশ্চিম পাশে জনৈক আলাউদ্দিন এর দোকানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জুয়েল মিয়া(৪০) ও ২। মোঃ আফরোজ মিয়া(২৫)দ্বয়ের নিকট থেকে ১০০(একশত )পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই তানজির আহামেদ। এছাড়াও অভিযানে অংশ নেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, , কনস্টেবল জাবরুল ইসলাম, কনস্টেবল শামছুল হক ও কনস্টেবল দিপক মুন্ডা। গ্রেফতারকৃত আসামী মোঃ জুয়েল মিয়া ও মোঃ আফরোজ মিয়া-দ্বয়ের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভি-যানে ইয়া-বা ট্যাবলেটসহ দুই মা-দক ব্যাবসায়ী আ-টক

Leave a Reply