আশুলিয়ায় মাদ-ক কারবা-রি সক্রিয়- স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ধ্বং-স হচ্ছে যুবসমাজ

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা, আশুলিয়া ও ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের কারবার ভয়াবহভাবে বেড়ে গেছে। বিশেষ করে জামগড়া রূপায়ন আবাসন-১ এর মাঠ ও আশপাশের এলাকায় প্রতিদিনই চলছে মাদক বিক্রয় ও সেবনের উৎসব। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় তরুণরাও মাদকের ফাঁদে জড়িয়ে পড়ছে।

এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যেই ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন নেশাজাত দ্রব্য বিক্রি করছে। এসব মাদক সেবনের টাকার জোগান দিতে অনেকে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, ফলে এলাকার শান্তি-শৃঙ্খলা ভেঙে পড়ছে।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, “রাতের বেলায় কিছু নির্দিষ্ট স্থানে নিয়মিত মাদক বিক্রি হয়। আমরা প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়।”

মাদক কারবারি ও সেবনকারীদের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ এখন পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন। তারা আশুলিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার দ্রুত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *