লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টায় কনকসার বাজার থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন। সঞ্চালনা করেন মুনির মোর্শেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হারুন অর রশিদ, ১২৩ বছর পূর্তি উদযাপন কমিটির সভাপতি। মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব রুবেল ঢালী, প্রধান শিক্ষক জনাব হোসেন খসরু, প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল আল মাসুদ।

Leave a Reply