আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের মাঝে পুলিশি সেবা পৌছে দিতে হবে। তাই বিট পুলিশিং কার্যক্রমকে আরো শক্তিশালী করে তুলতে হবে। মনে রাখতে হবে আমরা বিদেশী নই, আমরা দেশী পুলিশ, জনগনের পুলিশ। তাই জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে। মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করতে হবে। নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে শৃংখলা মেনে কাজ করতে হবে।
শনিবার (৮নভেম্বর) তিনি জেলার ফুলবাড়িয়া থানা পুলিশের কার্যক্রমের বার্ষিক পরিদর্শনে গিয়ে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন
এর আগে তিনি ফুলবাড়িয়া থানায় পৌছলে থানা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রুকুনুজ্জামান। পরে তিনি সালামী গ্রহণ ও সামামী প্যারেড পরিদর্শন করেন এবং থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংক্ষণ, পুলিশের লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়াও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। একই দিনে থানার বিভিন্ন এলাকার বিট অফিসারদের সাথে তাদের বিটের কার্যক্রমকে শক্তিশালী করতে বিশেষ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এছাড়াও তিনি ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাপ্তাহিক চৌকিদারি প্যারেডে উপস্থিত সকল গ্রাম পুলিশের সাথে মতবিনিময় এবং তথ্য আদান প্রদান সহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দগণ উপস্থিত ছিলেন।
এসময় জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সদস্যদের ব্যবহার, সেবার মানসিকতা ও আন্তরিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। এর মাধ্যমে পুলিশের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটবে।সাধারণ মানুষ যেন কোনো রকম হয়রানি ও ভোগান্তির শিকার না হয়- সেদিকে লক্ষ্য রাখতেও তিনি থানা পুলিশকে আহবান জানান। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার পাশাপাশি কারো কাছ থেকে কোনো বিশেষ সুবিধা না নিয়ে ঘুষ, দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতেও পরামর্শ দেন অতিরিক্ত পুলিশ সুপার।

Leave a Reply