কে এম শহীদুল সুনামগঞ্জ :
সুনামগঞ্জের তাহিরপুরের ইজারা বিহীন যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলনকারী ২টি বালু ভর্তি স্টিলবডি নৌকা আটক করা হয়েছে। ৮ নভেম্বর শনিবার ভোর ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,তাহিরপুর জনাব মোঃ শাহরুখ আলম শান্তনু। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানার পুলিশ ও নৌপুলিশ সদস্যবৃন্দ। অভিযানকালে অবৈধভাবে কর্তিত বালু পরিবহনকালে ২টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা আটক করা হয়। আটককৃত জব্দপূর্বক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নৌপুলিশের জিম্মায় প্রদান করা হয়। অভিযানকালে আসামীরা পালিয়ে যায় তাদের ধরা যায়নি। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জব্দ তালিকা তৈরিপূর্বক নৌপুলিশের জিম্মায় আটককৃত দুটি স্টিল বডি নৌকা দেয়া হয়েছে। তবে এলাকাসীর সূত্রে জানা যায় নৌকা দুটিতে বলু উত্তোলনকারীরা হল ১। নয়ন মিয়া, পিতা:-আব্দুল সত্তার, সাং-ডালারপাড়, ২। সামাদ মিয়া, পিতা:- আব্দুল হাসিম,সাং- নামশ্রম, ৩। মাসুম মিয়া, পিতা লিয়াকত খাঁ,সাং- রাজারগাওঁ (পলাতক)।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,তাহিরপুর জনাব মোঃ শাহরুখ আলম শান্তনু, তিনি জানান যাদুকাটা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এবং নৌ- পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যারাই অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন যাদুকাটা নদীর পরিবেশ রক্ষায় এবং অবৈধভাবে নদীর পাড় কাটা বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি নৌ- পুলিশ এবং তাহিরপুর থানা পুলিশের নিয়মিত টহল রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করাসহ তাদের আটক করার নির্দেশনা দেওয়া রয়েছে।##
তাহিরপুরের যাদুকাটা নদীতে অভি-যান পরি-চালনা করে ২টি বালু ভর্তি স্টিলবডি নৌকা আ-টক

Leave a Reply