গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চত্বরে হাইপ্রেসার ও ডায়াবেটিস ক্যাম্প অনু-ষ্ঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। –

গঙ্গাচড়া উপজেলা গজঘণ্টা ইউনিয়ন পরিষদ সংলগ্ন গজঘণ্টা স্কুল ও কলেজ মাঠে  ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes  Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ১৭ ডিসেম্বর ২০২৫, রোজ বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব বকুল মিয়া, গজঘণ্টা স্কুল ও কলেজের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, গজঘণ্টা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জনাব, ইলিয়াস আলী, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন , স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
সকাল ৯টা থেকে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৭ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে ৪৮০ জন রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।  ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের  প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন,  সহকারী প্রকল্প ব্যাবস্থাপক আসাদুজ্জামান হিরন, ক্যাম্প সমন্বয়কারী জাহিদ হাসান সাকিব।
অত্র ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের মেডিকেল টিমটি উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করেন। সেবা গ্রহীতাগণ মহৎ এ উদ্যোগকে প্রশংসা করেন এবং নিয়মিত  এ ধরনের আয়োজন এর প্রত্যাশা ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *