কেএম শহীদুল সুনামগঞ্জ :
সুনামগঞ্জ সদর থানা নবাগত অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ (পিপিএম)”এর নেতৃত্বে পুলিশের অভিযানে ৩১টি ভারতীয় গরু একটি ষ্টিল বডি নৌকাসহ ২জনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে ৫ টার দিকে সুনামগঞ্জের সদর থানাধীন সুরমা নদী দিয়ে ভারতীয় গরু পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ পিপিএম”এর নেতৃত্বে পুলিশের অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজারের ভারতীয় সীমান্ত দিয়ে আসা অবৈধ গরুর চালানের ৩১টি ভারতীয় গরু এবং বহনকারী একটি ষ্টিল বডি নৌকাসহ ২জনকে আটক করা হয়েছে। জানা যায় দেশের ভেতরে নিয়ে আসার পর চোরাকারবারীরা এই অবৈধ ৩১টি গরুর চালান নৌকাযোগে সুরমা নদী দিয়ে সুনামগঞ্জ হয়ে জামালগঞ্জের জয়নগর বাজার দিয়ে যাওয়ার পথে এই চোরাই গরুসহ নৌকাটি আটক করেছে সদর থানা পুলিশের একটি দল। পরে সন্ধা ৭ টায় সুনামগঞ্জ লঞ্চঘাট পুলিশ ফাড়িঁতে নিয়ে আসা হয়। সুনামগঞ্জ সদর থানার ওসি তদন্ত মোঃ আরিফ উল্লাহ, এসআই মাহমুদুল হাসান, এএসআই মোঃ খাদেমুল ইসলাম (খাদেম)”সহ পুলিশ সদস্যরা এই অভিযানে অংশ গ্রহন করেন।
তবে এই চোরাই গরুগুলোর সাথে জড়িত সন্দেহে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার নরসিংহপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের ছেরাগ আলীর ছেলে আনছার আলী(৩০) ও তার সহোদর আরেক চোরাকারবারী আশিক মিয়া(২০)কে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ (পিপিএম) আটককৃত ইঞ্জিন চালিত নৌকাসহ ৩১ টি গরুর মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা হবে বলে জানান। এসময় ভারতীয় চোরাইকৃত ৩১টি গরুকে সাথে সাথে চিতহ্নি করার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের অবগত করে তাদের সমন্বয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান তিনি এবং উদ্ধারকৃত গরুগুলি বিজ্ঞ আদালতের মাধ্যমে নিলাম এর ব্যবস্থার জন্য আবেদন করা হচ্ছে বলেও জানান ওসি মোঃ রতন শেখ (পিপিএম)।ওপর দিকে একই দিনে সদর থানার ওসি মোঃ রতন শেখ,(পিপিএম)”র নির্দেশনায় আরও একটি অভিযানে পুলিশের এসআই অভিজিত ভৌমিক এবং এএসআই জুলহাস মিয়ার নেতৃত্বে পুলিশের অভিযানে সদর থানাধীন ১নং রঙ্গারচর ইউনিয়নের বল্লভপুর গ্রাম সংলঘ্ন ইট বাট্রার পাশে ধান ক্ষেত হইতে পরিতেক্ত অবস্থায় বিপুল পরিমান ভারতীয় পণ্য ২ হাজার ৩০০পিছ ভারতীয় কাশমেরী শাল চাদর, ১শত ৩১পিছ ইন্ডিয়ান শেরওয়ানি, ১০টি ওয়ানপিছ মেয়েদের ইন্ডিয়ান জামাসহ বিপুল পরিমান ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। যার মুল্য ৪৮ লক্ষ ২১ হাজার ৫শত টাকা। সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দিয়ে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত চোরচক্রগুলো ভারত থেকে অবৈধভাবে গরু,মাদক ও কসমেটিক্রসহ বিভিন্ন ধরনের পণ্য দেশের ভেতরে নিয়ে আসে প্রতি নিয়ত? আর এসব তথ্য জানার পর অবৈধ চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃত মালামালসহ জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান সদর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম) । ##
সুনামগঞ্জ সদর থানা পুলিশের পৃথক দুটি অ-ভিযানে ১টি ষ্টিলবডি ভারতীয় ৩১টি গরু ও বিপুল পরিমান পণ্যসহ ২জন আ-টক

Leave a Reply