বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন — আলোচনা সভা ও মধ্যা-হ্নভোজ অনুষ্ঠিত

বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা>>
বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের, সামাজিক ও মানবিক সংগঠন ধুমকেতু ফাউন্ডেশন-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রহমতপুর কামিনী রেস্তোরাঁয় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ উপলক্ষে সাজানো হয় বর্ণিল ব্যানার। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের দীর্ঘ পথচলার সাফল্য এবং মানবিক কর্মকাণ্ডে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। “মানবতার কল্যাণে আমাদের কাজ”— এই স্লোগানে সকলকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,
এডভোকেট রুহুল আমিন খায়ের, বিশিষ্টি ব্যবসায়ী
জনাব মনিরুল ইসলাম, মোঃ আমানুল্লাহ,
হাঃ মাওলানা রহমতুল্লাহ আলহাজ্ব মামুনুর রহমান,
স্মাষ্টার আবুল কাশেম মাওলানা ইদ্রিস হাসান, স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
ধুমকেতু ফাউন্ডেশন শুরু থেকেই সমাজসেবা, মানবিক সহায়তা, শিক্ষা, এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে। আগামী দিনে এই কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *