এম এ আলিম রিপন,সুজানগর : মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে সুজানগর উপজেলা প্রশাসন । মঙ্গলবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ ফইম উদ্দিন ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা শাহজাহান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস, জামায়াত নেতা ওয়ালীউল্লাহ বিশ্বাস,উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা প্রমূখ।শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ একটি স্বপ্ন নিয়ে হয়েছিল সমতা, মানবিক মর্যাদা, এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন।সেই চেতনা ধারণ করে সেদিন এদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝঁাপিয়ে পড়েছিল।এর আগে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে পাবনা ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, অধ্যাপক আব্দুল মোনায়েম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম,পৌরসভার সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু,সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাকির হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Leave a Reply