মোঃ দেলোয়ার হোসেন বাবু জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের ক্ষেতলালে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।দিনের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী অফিসার সানজিদা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন প্রমুখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Leave a Reply