দোয়ারাবাজারে মাদ্রাসা নির্বাচন নিয়ে সংঘ-র্ষের বিষয়টি সালিশ বৈঠক ডাকা হলেও প্রতিপক্ষ উপস্থিত না থাকায় স্থগিত

হারুন অর রশিদ।।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জামেয়া ইসলামিয়া হাফিজিয়া পঞ্চগ্রাম সোনাপুর মাদ্রাসা ও এতিমখানার কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি, সালিশ বৈঠক ডাকা হলেও প্রতিপক্ষ উপস্থিত না হওয়ায় সালিশ বৈঠকের তারিখ পুঃর্ন নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসার হলরুমে ছাতক দোয়ারাবাজার উপজেলার বিশিষ্ট সালিশি ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকে আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ বোর্ড এর মহাসচিব মাওলানা আব্দুল বসির এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ছাতক দোয়ারাবাজারের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব শামীম আহমেদ, শায়েখ মাওলানা মুফতি আব্দুস সোবহান, হাফিজ মাওলানা সায়েদ আহমেদ,বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আকিক আহমেদ, মাওলানা জহির আহমেদ, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা আব্দুল হক, আব্দুল মানিক মাস্টার, অলিউর রহমান,মনু মিয়া প্রমুখ।
এসময় উপস্থিত বিশিষ্টজনেরা সালিশ বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করে বলেন, মাদ্রাসার সকল কার্যক্রম যাতে বিগ্ন না ঘটে তাই দ্রুত বিষয়টি মিমাংসা করা প্রয়োজন।
এছাড়াও কিছু কু-চক্রী মহল ভুয়া ফেইক ফেইসবুক আইডি খুলে মাদ্রাসার নামে কুরুচিপূর্ণ মন্তব্য করে মাদ্রাসা ও মাদরাসার মুহতামিম হুজুরের ভাবমূর্তি নষ্ট করে আসছে। তাদের বিরুদ্ধে ও আইনগত ব্যবস্থাগ্রহণের প্রকৃয়া নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *