আরিফুর রহমান, মাদারীপুর
মাদারীপুর-২ আসনে দলের মনোনয়ন ইস্যুতে স্থানীয় বিএনপির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সমর্থকদের উদ্যোগে কুলপদ্দি চৌ-রাস্তা এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সমর্থকরা প্রথমে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা আঙ্গনে গিয়ে শেষ হয়।
স্বাধীনতা আঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুবদলের আহ্বায়ক ফারুন বেপারী, সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “মাদারীপুর-২ আসনে দলের পরীক্ষিত, মাঠের নেতা জাহান্দার আলী জাহানের মনোনয়ন দিতে হবে।”
তারা আরও হুঁশিয়ারি দেন—এই দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মনোনয়নকে কেন্দ্র করে এই বিক্ষোভে এলাকায় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। এখন স্থানীয় নেতাকর্মীদের দৃষ্টি দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে।
আরিফুর রহমান মাদারীপুর।।

Leave a Reply