হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। –

লাল-সবুজের বিজয়গাঁথায় উদ্ভাসিত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ পালন উপলক্ষে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করা হয়েছে। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার,টাউন হল চত্বর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের সিইও মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মানব সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরন, জনসংযোগ কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মহান বিজয় দিবস উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান হিরন অভিব্যক্তি প্রকাশ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে বলেন, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও অগণিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার ও প্রেরণার চিরন্তন উৎস। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুস্থ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *