খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি :
দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশের পাঁচজন সেরা প্রতিনিধিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে স্থান পেয়েছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রতিনিধি রহিদুল মিয়া।
গতকাল (৪ অক্টোবর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। সারাদেশের প্রতিনিধিদের মধ্যে একমাত্র উপজেলা প্রতিনিধি হিসেবে এই সম্মাননা অর্জন করেন রহিদুল মিয়া, যা ছিল তাঁর জন্য গভীর গর্ব ও আনন্দের মুহূর্ত।
সম্মাননাপ্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে রহিদুল মিয়া বলেন, “এই সম্মান আমার কাছে শুধু একটি পুরস্কার নয়; এটি আমার মাটির প্রতি, আমার এলাকার মানুষের প্রতি এবং আমার পেশার প্রতি প্রথম আলো পরিবারের ভালোবাসার প্রতিচ্ছবি।”
পাঠকদের উদ্দেশ্য রহিদুল মিয়া বলেন, “আমি কৃষক বাবার সন্তান। যে হাতে লাঙল ধরে ভোরে মাঠে যাই, সেই হাতেই দুপুরে কি-বোর্ড ধরে মানুষের কথা লিখি। আমার কাছে মাটি আর মানুষ দুটোই সমান পবিত্র। আমার সমস্ত প্রতিবেদন সেই খেটে খাওয়া মানুষগুলোকে উৎসর্গীকৃত, যাদের জীবনযুদ্ধ আমাকে প্রতিদিন নতুন করে লিখতে শেখায়।”
দীর্ঘ সাংবাদিকতা জীবনে রহিদুল মিয়া এর আগে ২০০৭ ও ২০১০ সালে দু’বার ‘দেশ সেরা প্রতিনিধি’ এবং ২০০৯ সালে আরডিআরএস থেকে ‘উন্নয়ন সাংবাদিকতা’ পুরস্কার পেয়েছেন।
রহিদুল মিয়ার চারণ সাংবাদবকতা নিয়ে ২০১৩ সালের ৪ অক্টোবর কথা সাহিত্য কবি, সাংবাদিক ও ব্যবস্থাপনা প্রথম আলোর সম্পাদক আনিসুল হক যে হাতে লাঙল, সে হাতে কি-বোর্ড শিরোনামে তাকে নিয়ে লিখেছেন।। এ ছাড়াও প্রথম আলোর উপবার্তা সম্পাদক তুহিন সাইফুল্লাহ, সিনিয়র সহসম্পাদক আবুল হাসনাত রহিদুল মিয়ার কাজ নিয়ে লিখেছেন প্রশংসাসূচক প্রতিবেদন। পতাকা নিউজের সম্পাদক (প্রথম আলোর সাবেক যুগ্ম সম্পাদক) তৌহিদুর রহমান তাঁর লেখা “আমার বৃহস্পতি” সিরিজে রহিদুল মিয়ার জীবন, রিপোর্ট, সংকট, সাফল্যের নানা দিক নিয়ে লিখেছেন। এসব লেখা তাঁকে আরও অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান সাংবাদিক।
নিজের সবচেয়ে পছন্দ ‘বিন্দু বিন্দু তেল, ফোঁটা ফোঁটা ঘাম’ নামের সংবাদটি উল্লেখ্য করে রহিদুল মিয়া বলেন, “আমার রিপোর্ট পড়ে যখন মকসুদার কলুর মতো অসহায় মানুষের পাশে সবাই দাঁড়ান, তাঁদের জীবন বদলে যায়—তখনই আমার সাংবাদিকতা সার্থক হয়। আমার কলম থাকবে মানুষের সেবায়, ইনশাআল্লাহ।”
তিনি এই সম্মাননা উৎসর্গ করেছেন সহকর্মী, তারাগঞ্জের মানুষের প্রতি এবং প্রথম আলো পরিবারকে জানিয়েছেন আন্তরিক কৃতজ্ঞতা।

Leave a Reply