মাগুরা ১ আসনে বিএনপির প্রার্থী নিজ নির্বাচনী এলাকায় মনোয়ার হোসেনকে গণসং-বর্ধনা

 

রক্সী খান ,মাগুরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয়সংসদ নির্বাচনে মাগুরা-১আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোয়ার হোসেন খানকে গণসংবর্ধনা দিয়েছে হাজারো নেতাকর্মীরা। বুধবার দুপুরে মাগুরার শ্রীপুর ওয়াপদা কামাখালী ব্রীজে পৌঁছালে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে তাকে বরণ করে নেন মাগুরাবাসী। 

এ সময় কামারখালী ব্রীজ থেকে মাগুরা শহর পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে ছিল মানুষের ঢল। ব্যানার, ফেস্টুন ও মিছিল শ্লোগানে তাকে স্বাগত জানায়।

মনোয়ার হোসেন খানের আগমন উপলক্ষে সকাল থেকেই ওয়াপদা বাজার এলাকায় ঢল নামে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে তারা সংবর্ধনা স্থলে যোগ দেন। ফুলেল শুভেচ্ছা ও ঢাক-ঢোলের বাদ্যে মনোয়ার হোসেন খানকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান ইমাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন, জেলা বিএনপি নেতা কুতুব উদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, জাহিদ হোসেন টিক্কাসহ জেলা ও শ্রীপুর উপজেলার বিএনপির নেতাকর্মী।

সংবর্ধনার শুরুতে স্থানীয় ওয়াপদার মোড়ে সমাবেশে মনোয়ার হোসেন খান বলেন, “মাগুরার মানুষ আজ যে ভালোবাসা আজ দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা।” তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে আমি সর্বদা কাজ করে যাব।”

অভ্যর্থনা শেষে শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই বলেন, দীর্ঘদিন পর বিএনপির এমন গণজোয়ার মাগুরায় নতুন রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

সংবর্ধনা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায়। এই গণসমাবেশই প্রমাণ করে, মাগুরার মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পাশে আছে। ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‍

সোমবার সন্ধ্যায় গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন সেখানে মাগুরা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস‌্য সচিব মনোয়ার হোসেন খান।

রক্সী খান ,মাগুরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *