লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নাট্য উৎসব ২০২৫। এবারের আয়োজনে অংশ নেয় ১২টি দেশ—সাংগতিক নেপাল, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, ব্রাজিল, লাটভিয়া, ইরান, জাপান, থাইল্যান্ড, স্লোভাকিয়া ও চেকোস্লোভাকিয়া।
বাংলাদেশের প্রতিনিধিত্ব করে হিরণ কিরণ থিয়েটার। সোমবার সকালে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রঙিন শোভাযাত্রায় অংশ নেয় অংশগ্রহণকারী দলগুলোর সদস্য, স্থানীয় শিক্ষার্থী এবং নেপালের নানা শ্রেণি-পেশার মানুষ। উদ্বোধনের পর প্রত্যেক দেশের জাতীয় সংগীত বাজিয়ে একে অপরকে শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রথম দিনের প্রথম প্রদর্শনীতে মঞ্চস্থ হয় হিরণ কিরণ থিয়েটারের নাটক ‘মৃত্তিকার ফুল’। নাটকটির প্রথম প্রদর্শনী হয় দুপুর ১টায় এবং দ্বিতীয় প্রদর্শনী সন্ধ্যা ৫টায়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীর আলম ঢালী, মিউজিক পরিচালনায় ছিলেন শামসুল হুদা হিটু। এতে অভিনয় করেন তাছফিহা আমিন মালিহা তন্নি এবং পার্শ্বচরিত্রে ছিলেন মুকুল রানি সাহা।
প্রদর্শন শেষে দর্শকদের প্রশংসায় ভাসে দলটি। আয়োজকদের অনুরোধে নাটকটি সন্ধ্যায় পুনরায় মঞ্চস্থ করা হয়। উৎসবের প্রধান আয়োজক তানকা চাওয়াল বলেন, “হিরণ কিরণ থিয়েটারের অসামান্য প্রদর্শন নেপালবাসীর মন জয় করেছে।”
প্রিমিয়ার ওয়ার্ল্ড স্কুলের প্রিন্সিপাল জুনিতা ককরি বলেন, “আমি বাকরুদ্ধ হয়ে গেছি নাটকটি দেখে। এখনো মনে হয় আমি সেই নাটকের মধ্যেই আছি। এক কথায় অসাধারণ!”
বাংলাদেশি নাট্যদলটির এই সাফল্যে নেপালজুড়ে প্রশংসার ঢেউ উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাট্যচর্চায় এটি নিঃসন্দেহে এক গর্বের অর্জন।

Leave a Reply