ঠাকুরগাঁওয়ে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির তিন প্রার্থী চুড়ান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে “কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দু:শাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখতে গণমানুষের ঐক্য ও সংগ্রাম এগিয়ে নিন,বামপন্থী-গণতান্ত্রীক সরকার গঠন করুন” প্রতিপাদ্য কে ধারণ করে ১৪ নভেম্বর জাতীয় সমাবেশ সফল করতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি’র) জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উদীচী কার্যালয়ে জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির ঠাকুরগাঁও জেলার তিনটি আসনের প্রার্থী চুড়ান্ত করা হয়।প্রার্থীরা হলেন ঠাকুরগাঁও-১ আসনে জেলা কমিটির সভাপতি কমরেড ইয়াকুব আলী, ঠাকুরগাঁও-২ আসনে হরিপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক সাহাব উদ্দিন আহমেদ এবং ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম।ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নিদর্শনার বিভিন্ন এজেন্ডা তুলে ধরা হয় এবং তা বাস্তবায়নে জেলা,উপজেলা ও শাখায় দ্বায়িত্ব বন্টন করা হয়। বিষয়টি চুড়ান্ত করেছে ঠাকুরগাঁও জেলা সিপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *