কে এম সোয়েব জুয়েল।।
শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপিbর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
জনকল্যাণমুখী রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের ব্যক্তিগত অর্থায়নে শনিবার (পহেলা নভেম্বর) বেলা এগারোটায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা হচ্ছে ছোট ছোট শিক্ষার্থীদের জোর করে চাপিয়ে পড়াশোনা করানো হচ্ছে। পড়াশোনার ভেতরে কোন আনন্দ নেই। যে কারণে আমাদের নেতা তারেক রহমান বলেছেন-আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসলে ষষ্ট শ্রেনী থেকে লার্নিং উইথ হ্যাপিনেস অর্থাৎ আনন্দের মাধ্যমে শেখা নামের একটা নতুন সাবজেক্ট যুক্ত করা হবে।
যেখানে শিল্প, সংস্কৃতি, খেলাধুলা থাকবে। সবাইকে যে শুধু অংক করতে হবে আর বাংলা পড়তে হবে তা নয়। চাইলে একজন ফুটবল কিংবা ক্রিকেটও খেলতে পারেন। সেই খেলাধুলা হবে শিক্ষা কারিকুলামের একটা অবিচ্ছেদ্ধ অংশ।
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-আমাদের সন্তানদের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের নেতা তারেক রহমানের অসাধারণ কিছু চিন্তাভাবনা রয়েছে। তিনি (তারেক রহমান) এমন একটা বাংলাদেশ চাচ্ছেন, যেখানে আমাদের শিক্ষার্থীরা ঘরে বসে থেকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে।
এজন্য তারেক রহমান চাচ্ছেন-আমাদের শিশুরা বাংলা ও ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিখবে। সেটা হতে পরে আরবী, ফরাসি, জাপানিজ, জার্মানি, চায়নিজ কিংবা অন্য যেকোনো ভাষা। এর মাধ্যমে তারা বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে উঠবে।
পাশাপাশি তারেক রহমানের শিক্ষকদের নিয়েও ব্যাপক পরিকল্পনা রয়েছে। প্রতিটি শিক্ষকের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি ওয়ান ট্যাপ ওয়ান টিচার অর্থাৎ বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলের শিক্ষকের জন্য একটি করে ট্যাব কম্পিউটার দেয়া হবে। যার মাধ্যমে গ্রামে বসেই শহরের যে শ্রেষ্ঠ শিক্ষা কারিকুলাম রয়েছে, যে প্রশিক্ষন রয়েছে, সেটি শিক্ষকরা পাবেন।
এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য তিনি (সোবহান) সকল শিক্ষক-শিক্ষার্থীদের অভিভাবক, তরুন ভোটারসহ সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান করেন।
অনুষ্ঠানের শুরুতে ক্লিন ইমেজের নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে কাছে পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।
বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. নুরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, সাবেক ছাত্রনেতা তারিকুল ইসলাম বাপ্পি, আব্দুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply