নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মসূচীতে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্বরূপকাঠি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাসান রকি। উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ‘দি স্বরূপকাঠি সেন্ট্রাল কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড’ এর সভাপতি কাজী আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর বারিক, এবং বিভিন্ন সমবায় সমিতির পরিচালকবৃন্দ।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, “পূর্বের সমবায় কর্মকর্তার অসহযোগিতার কারণে উপজেলায় সমবায় কার্যক্রমে ধস নেমেছিল। তবে বর্তমান কর্মকর্তার আন্তরিকতা ও সহায়তায় আমরা আবারও সমবায় নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি।”
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।

Leave a Reply