February 5, 2025, 5:00 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ সবার জন্য প্রয়োজন,জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে (০১-০৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে ক্যাম্পেইন। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী। অনুষ্ঠানে পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, জায়দুল হক জনি, স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। এতে করে একজন শিশু রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করতে পারবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।