হেলাল শেখঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলার আয়োজনে ঢাকার আশুলিয়ার জামগড়া সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত।
শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫ইং) বিকেল ৪টায় আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন জনাব আসাদুজ্জামান মোহন, সদস্য সচিব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল, প্রধান বক্তা ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ দেলোয়ার হোসেন সরকার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর কবির মুন্সী, এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হোসাইন মোল্লা। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম।
আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসান উল্লাহ ভুঁইয়া, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন বিএনপি মোঃ দুলাল মীর, সাধারণ সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দল মোঃ আব্দুস সাত্তার, ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হান্নান, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সেলিম মীর, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ফারুক হাসান, মাজাহারুল ইসলাম মুন্সী, আজাহারুল ইসলাম মোল্লা, মোঃ নুরে আলম ফরাজী, আমান শেখ, জাকির হোসেন, শামীম সরকার সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন, এই উঠান বৈঠকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের এক হাজারের বেশি লোকজন উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দদের খাবারের আয়োজন করা হয়।

Leave a Reply