এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকারনি পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক ও কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন । অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই প্রণোদনা কর্মসূচীর আওতায় ২৫০০ জন কৃষক-কৃষাণীকে গম বীজ , ৩১০০ জন কৃষক-কৃষাণীকে সরিষা, ৩০ জনকে সূর্যমুখী, ২৫০ জনকে চিনাবাদাম, ১০০০জনকে পেঁয়াজ বীজ, ৪০০ জনকে মসুর বীজ, ২০০জনকে খেসারী বীজ ও ২০জনকে অড়হড় বীজ সহ উপজেলার সর্বমোট ৭৫০০জন কৃষক-কৃষাণীকে এ বীজ বিতরণের পাশাপাশি সরকার নির্ধারিত সার বিতরণ করা হয়।
সুজানগর পাবনা প্রতিনিধি।।

Leave a Reply