সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ নানা কর্মসূচির মধ্যদিয়ে পাবনার সুজানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুজানগর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি পরবর্তী উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব রিয়াজ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। অন্যদের মাঝে বক্তব্য দেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোনায়েম, অধ্যক্ষ নাদের হোসেন,আহমেদ আলী প্রামানিক লাটু, হারুন মন্ডল,উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাকির হোসেন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, শফিউল আযম,যুগ্ন আহ্বায়ক রাশেদ খান, আবু জাকারিয়া তরঙ্গ,মনিরুজ্জামান মনি ,রাসেল ও পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে উঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সেলিম রেজা হাবিব আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলের প্রতিটি নেতাকর্মীর প্রতি আহবান জানান। পরে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়।র্যালিতে উপজেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ সহ অসংখ্য কর্মী সমর্থকরা অংশগ্রহন করেন।
পাবনার সুজানগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি।।

Leave a Reply