পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উদ্ধার করা হয়েছে ১টি দেশিয় তৈরি পিস্তল,২ রাউন্ড গুলি ও ৬ বোতল ফেনসিডিল।সোমবার (২৭ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন কবির জানান,নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিব আলীর নেতৃত্বে এনএসআই ও বিজিবির সমন্বয়ে যৌথ দলটি অভিযান চালায়। লক্ষ্যস্থল ছিল সোনাপাতিলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মৃত দবির উদ্দীনের ছেলে আব্দুল কুদ্দুসে (৪০) এর বাড়ি।
তল্লাশির সময় বাড়ির পূর্ব পাশের একটি ঘড়ির ঘরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় দেশি পিস্তল, ২টি গুলি ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত আব্দুল কুদ্দুস পলাতক ছিলেন।
পরিদর্শক মঈন উদ্দিন কবির বলেন,দীর্ঘদিন ধরে কুদ্দুস ওই এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত এমন তথ্য আমাদের কাছে ছিল।সেই সূত্র ধরেই অভিযান চালানো হয়। উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে ২টি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কুদ্দুস দীর্ঘদিন ধরে সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান চলমান থাকবে, যাতে জেলার অপরাধচক্র পুরোপুরি নির্মূল করা যায়।

Leave a Reply